শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ন৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রবাসী ফোরাম নামে ৮নং কসকনকপুর ইউনিয়নে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, ‘প্রবাসী ফোরাম’ সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম’ সামাজিক সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে।
সংগঠনের আহবায়ক… সুলেমান আহমদ লস্কর বলেন বাংলাদেশ একটি উন্নয়নশীল গরীব দেশ। এদেশে অসহায় নামে একটি জাতি আছে। এরা বিভিন্ন কারনে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করেন। যুদ্ধে হয়ত কেউ অলৌকিক ভাবে জয়লাভ করেন। নয়ত পরাজয় বরন করেন। কিন্তু পরাজয় বরণকারীর সংখ্যাই বেশী। কিন্তু তাদের এ পরাজয় আমরা তরুন সমাজ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারিনা। তাই আমরা একদল তরুন তাদের পাশে দাঁড়ানোর জন্যই গঠন করেছি সংগঠন। এই সংগঠনে সকল ভাই কে যার যার সামর্থ্যানুযায়ী দান করার আহবান জানাচ্ছি।
আপনার সামান্য দান যদি কারো মুখে হাসি ফুটায় তাতেই আমাদের তৃপ্তি, আর আপনার মঙ্গল।