শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৯:৫৯ পূর্বাহ্ন৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মৌলভীচক সুরমা ডাইক হইতে সোনাসার রাগিব রাবেয়া হসপিটাল ও জালালীয়া মাদ্রাসা পর্যন্ত নতুন রাস্তা নির্মানের জন্য ৮নং কসকনকপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তি বর্গের উপস্থিতিতে মৌলভীচক গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রহমান কালু মিয়ার সভাপতিত্বে আলোচনা শুরু হয়, আলোচনায় বক্তারা বলেন আমাদের দীর্ঘ দিনের ন্যায্য দাবী, কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক সুরমা ডাইক হইতে সোনাসার পর্যন্ত রাস্তা অত্যান্ত জরুরী। কেননা নদী ভাঙ্গনের কবলে পতিত এতদঞ্চলের শত শত অসহায় মানুষ, ডাইকের রাস্তায় দিয়ে অতি কষ্টে দিনাতিপা করছে। রাস্তাটি নদী গর্ভে বিলীন হলে এলাকাবাসী ও যান চলাচলের যেমন বিকল্প কোনো পথ থাকবেনা তেমনি রাস্তার ওপর আশ্রিত ভাঙ্গন কবলিত শত শত মানুষ শেষ আশ্রয়টুকুও হারাবে। তাই অত্র অঞ্চলের মানুষ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে বিকল্প রাস্তার জন্য মাননীয় সংসদ জনাব হাফিজ আহমদ মজুমদার সাহেব, উপজেলা চেয়ারম্যান জনাব লোকমান উদ্দিন সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুস সবুর সাহেব ও ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, সমাজসেবি শামিম আহমদ চৌধুরী সহ বিকল্প রাস্তার জন্য সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন হাড়ীকান্দী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাজমুল ইসলাম, জকিগঞ্জ প্রবাসী ঐক্যপরিষদের সহ-সভাপতি সোলেমান আহমদ লস্কর, মাওলানা আব্দুল মান্নান সহ এলাকার ব্যক্তিবর্গ।