শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৯:৩২ পূর্বাহ্ন৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
ফুজালা (গ্রাজুয়েটদের) আবায়া, পাগড়ি, সনদপত্র ও নানান মূল্যবান হাদিয়া প্রদানের মাধ্যমে শেষ হল জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম এর ১ম দস্তারবন্দী (সমাবর্তন) মহাসম্মেলন।
সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ হতে নির্ধারিত লিসান্স, দারুল মা’আরিফ এর সম্মানিত সিনিয়র উস্তাদ মাওলানা আফিফ ফুরকানের উপস্থাপনায় প্রথম অধিবেশনে উদ্ভোদনী বক্তব্য রাখেন:জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম এর সম্মানিত পরিচালক
আল্লামা সুলতান যওক নাদভী হাফিজাহুল্লাহ।
এরপর দস্তারবন্দী সম্মেলনের পাগড়ি প্রদান শুরু হয় জিরি মাদ্রাসার সম্মানিত মুহতামিম
আল্লামা শাহ তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহ এর দু’আর মাধ্যমে।
অনুষ্ঠানে সমাবর্তনের বক্তব্য রাখেন-মক্কাস্থ উম্মুল কুরা ইউনিভার্সিটি সৌদি আরবের সম্মানিত প্রফেসর ড. আব্দুর রহমান বিন জামিল কচ্ছাছ।
জামেয়াতুল বাহা সৌদি আরব এর সম্মানিত প্রফেসর ও মসজিদে হারাম মক্কা মুকাররমার সম্মানিত মুফতি
ড. মিশআল আল লিহাইবি হাফিজাহুল্লাহ।
আল্লামা আবুল হাসান আলী নদভী রহ. এর সুযোগ্য নাতী ও নাদওয়াতুল উলামা লাক্ষ্ণৌ ভারতের শাইখুত তাফসির
আল্লামা সুহাইব আল হুসাইনী আন নদভী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাবুনগর মাদরাসার সম্মানিত মুহতামিম
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ।
পটিয়া মাদ্রাসার মুহতামিম
আল্লামা আব্দুল হালিম বুখারী হাফিজাহুল্লাহ।
পটিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস
আল্লামা হাফেজ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রামের সংসদ সদস্য, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক
আল্লামা ওবায়দুর রহমান খান নদভী
সন্দীপি হুজুর আল্লামা এহসানুল হক সন্দীপি হযরতের সুযোগ্য সাহেবজাদা
আল্লামা মুফতি মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ
যোহরের নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব
আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ এর বয়ানের মাধ্যমে
দ্বিতীয় অধিবেশনে দস্তারবন্দীর পাগড়ি প্রদান ও নছিহত পেশ করেন হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম
আল্লামা শাহ আহমাদ শফি হাফিজাহুল্লাহ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
পটিয়া মাদ্রাসার সম্মানিত মুইনে মুহতামিম ও শিক্ষা পরিচালক
আল্লামা আবু তাহের নদভী হাফিজাহুল্লাহ
পটিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি
আল্লামা শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ
জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম এর সম্মানিত নায়েবে মুদির
আল্লামা ফুরকানুল্লাহ খলিল হাফিজাহুল্লাহ
জামেয়ার নাজেমে তালিমাত
আল্লামা শহিদুল্লাহ কাউসার হাফিজাহুল্লাহ
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর শরিয়া ফ্যাকাল্টির ডিন
প্রফেসর ড. শফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ
১ম দিন উপস্থিত ছিলেন-
ওমর গণি কলেজের ভূতপূর্ব প্রফেসর
ড. আ ফ ম খালিদ হাফিজাহুল্লাহ
মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ এর সম্মানিত পরিচালক মহিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ
এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর বিভিন্ন বিভাগের ডিন ও প্রফেসরগণ।
উল্লেখ্য: উক্ত মাদরাসার দস্তারবন্দী সম্মেলনে আকাবীর উলামায়ে কেরামের হাত থেকে দস্তারে ফযীলত গ্রহণ করেন সিলেটের প্রথম উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খাইর আল ইসলামিয়া’র শিক্ষা বিভাগীয় প্রধান ( আমিনুত তা’লীম) মাওলানা হাফিজ আবদুল মুকতাদির ও জামেয়ার আদব বিভাগীয় প্রধান মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী।