শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৫৯ অপরাহ্ন৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
জকিগঞ্জ উপজেলার ৯নং মানকপুর ইউনিনের বাল্লা গ্রাম নিবাসী,সৌদি-আরব ওয়াদি আল-দাওছির প্রবাসী জনাব মুসলেহ উদ্দিন (ফটিক মিয়া) মর্মান্তিক দূর্ঘটনায় সৌদি-আরব একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন থেকে প্রবাসে বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। ১২মে রোজ মঙল বার সকাল ৫ঘটিকার সময় ইহলোক ত্যাগ করেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম এর নেতৃবৃন্দ।
আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার পরিজনকে ছবরে জামিল দান করেন। আমিন।