শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৫৬ অপরাহ্ন২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
ফ্রান্সে মহানবী সা. এর অবমাননার প্রতিবাদে, সারাদেশে নারী নির্যাতন-ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবীতে, সিলেটের রায়হান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্থির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রজমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখা।
২৫শে অক্টোবর বাদ মাগরীব জকিগঞ্জের কালিগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন জামেয়া থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয় মিছিলটি। জকিগঞ্জ উপজেলা ছাত্রজমিয়তের সভাপতি মাওলানা ফয়সল আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হুসাইন, মাওলানা জুবায়ের আহমদ, সিলেট জেলা ছাত্রজমিয়তের সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ প্রমূখ।