শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:২৩ অপরাহ্ন২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জকিগঞ্জ পরিবেশক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি আলোকিত ও নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত পৌরসভা গড়ে তুলতে তাঁর পরিকল্পনা থাকবে । বলেন আমার বাবা আব্দুল জব্বার জবাই মিয়া জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন। তাঁর বাবার মতো মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আব্দুল কুদ্দুস। তিনি পৌরবাসী সহ সর্বস্থরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।