শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৫০ অপরাহ্ন২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
দুর্দান্ত অভিযানের নেতৃত্বে থেকে ১২ঘন্টার মধ্যে বিয়ানিবাজারে বড় ভাই কামরুল ইসলাম (২৪) এর হত্যাকারী আপন ছোট ভাই তানভির (১৭)কে গ্রেফতার করায় বিভিন্ন মহলের মানুষের কাছে আইনের ক্ষেত্রে আস্থাশীল ও প্রশংসিত হয়েছেন জকিগঞ্জ বিয়ানিবাজার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদিপ্ত রায়।
বৃহস্পতিবার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে সকালে ছোট ভাই তানভীর ও বড়ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভিরের দা’এর কোপে কামরুল ঘটনাস্থলে মারা যায়। এরই ফাঁকে পালিয়ে যায় হত্যাকারী ছোট ভাই তানভির।
পরবর্তীতে হত্যাকারি তানভিরকে দ্রুত সময়ে গ্রেফতার করতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদিপ্ত রায় এর নির্দেশে ও নেতৃত্বে বিয়ানিবাজার থানা অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এর পরিচালনায় থানার পৃথক পৃথক পুলিশ টিম বিভিন্ন স্থানে অভিযান করে বড়লেখা উপজেলা থেকে সন্ধার পূর্বেই হত্যাকারী তানভিরকে গ্রেফতার করতে সক্ষম হোন।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদিপ্ত রায় বলেন, পারিবারিক কলহের জেরেই এই নেক্কারজনক হত্যাকান্ডটি ঘটেছে। ঘটনার পরপরই হত্যাকারি তানভির বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে দ্রুত সময়ে গ্রেফতার করি। নিহত কামরুল ও হত্যাকারী তানভির সহোদর।