মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:০২ পূর্বাহ্ন৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
মাওলানা আসআদ আহমদ নয়াগ্রামী
ধর্ষণ করার অপরাধে জনসম্মুখে (অবিবাহিত) ধর্ষককে ১০০ বেত্রাঘাত এবং (বিবাহিত) ধর্ষককে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দেয় ইসলাম। কারণ বিবাহিত লোক যখন জানবে ধর্ষণ করলে যতক্ষণ না সে মারা যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করতে হবে; তখন সে হয়তো এমন নৃশংসতা করার কথা কল্পনায়ও আনবে না। কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে ১০০ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকরে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। এবং মুসলমানের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ’
(সুরা আন নুর আয়াত নং 2)
এ প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি তারা বিবাহিত হয় তাহলে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ’ মুসলিম।
আর অবিবাহিতদের জন্য ১০০ বেত্রাঘাত। এটাও কিন্তু কম নয়। অনেক কঠিন শাস্তি। কারণ ১০০ বেত্রাঘাতে মৃত্যুও হয়ে যেতে পারে, অবিবাহিত কেউ হয়তো এমন শাস্তির স্বাদ ভোগ করতে চাইবে না। এ ভয়ে তারা ধর্ষণ করা থেকে দূরে থাকবে।
তাছাড়া এ ক্ষেত্রে অপরাধীদের প্রতি কোনো রকমের দয়া দেখানোরও সুযোগ নেই।