শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১১:০১ অপরাহ্ন২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি:
পৃথিবীবাসীকে শান্তি-নিরাপত্তা দিতেই আগমন করেছেন মহা নবী সা.। মহানবীর প্রতি অসম্মান প্রদর্শন পশ্চিমা বিশ্বের চরম নির্লজ্জতা, বর্বরতা ও মারাত্মক অপরাধের পরিচায়ক। ফ্রান্সের সরকার কর্তৃক এ ন্যাক্ষারজনক ঘটনায় সারা বিশ্বমুসলিম আহত। আজ মুসলিম দুনিয়া প্রতিবাদে মুখরিত। কিন্ত এতদসত্বেও ফ্রান্সের সরকার এ অন্যায় থেকে বিরত হচ্ছেনা। আমরা মনে করি মুসলিম সরকারগুলো এর দায় এড়াতে পারবেনা।
৮ নং কসকনকপুর ইউনিয়ন জমিয়তের উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী সা. এর অবমানার প্রতিবাদে ০২নভেম্বর সোমবার বাদ মাগরীব স্থানীয় ইউনিয়ন অফিস বাজারে প্রতিবাদ সভায় উপরোক্ত কথা বলেছেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা মুফতি মাহমুদ হুসাইন সাহেব।
শাখা সভাপতি হাফিজ মাওলানা বাহার উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ ও ছাত্রবিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর বাবর, সিলেট জেলা যুবজমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হুসাইন, জমিয়তনেতা মাওলানা আব্দুল মুমিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুল হামীদ, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফয়সল আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা কাওছার আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মাওলানা শিব্বীর আহমদ, জমিয়তনেতা মাওলানা শাব্বীর আহমদ, সিলেট জেলা ছাত্রজমিয়তের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রজমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ দরবস্থি, মাওলানা হাফিজ আবদুল হালিম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা হাসান আহমদ।