মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
জকিগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোহন রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল এবং মাদক বিক্রিত ৮১ হাজার টাকা সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে খলাছড়া ইউনিয়নের উত্তর লোহারমহল গ্রামের মৃত সফর আলীর ছেলে আবু সুফিয়ান খোকন ( ৫১)। সোমবার ( ২৮ ডিসেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান নিজ বসতঘরে তাকে আটক পূর্বক দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচা হতে ০১ (এক) টি কালো রংয়ের বায়ুরোধক পলিব্যাগের ভিতর ২০০ (দুইশত) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট যার প্রতিটিতে ইংরেজিতে WY লেখা আছে, ডান হাতে থাকা ০১ (এক) টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগে ১৫ (পনের) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮১,০০০/-(একাশি হাজার) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-২২, তাং-২৮-১২-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৪(খ) রুজু করা হয়েছে। তিনি আরও জানান ২০২১ সালে জকিগঞ্জকে আবারো মাদকমুক্ত করতে নতুন আঙ্গিকে নতুন কৌশলে নতুন পদ্ধতিতে আমরা এগিয়ে যাব এই হোক আমাদের অঙ্গীকার। জকিগঞ্জকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে জকিগঞ্জ থানা পুলিশ সন্মুখপানে এগিয়ে যাবে এই হবে আমাদের নতুন বছরের নতুন বার্তা। আসুন আমরা মাদক নির্মূলে সমন্বিতভাবে এগিয়ে যাই। সফলতা আমাদের দ্বারপ্রান্তে।