শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:৫৬ অপরাহ্ন৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি :::
ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন: সভাপতি এখলাস, সেক্রেটারী হুজাইফা ও সাংগঠনিক সম্পাদক কাউসার!!
ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশন’২০২১ আজ পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ২০২১-২২ সেশনের কমিটি ঘোষণা করেনন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এতে সারাদেশের কাউন্সিলরদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সাহিত্য সম্পাদক ফয়জুল হাসান খাদেমানী, প্রচার সম্পাদক যায়নাল আবেদিন, দপ্তর সম্পাদক আব্দুল গফফার ছয়ঘরী, কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মুনির, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদেমানী, সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম।
কেন্দ্রীয় বিদায়ী সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমরের পরিচালনায় ও কেন্দ্রীয় সদস্য হাফেজ রকিবুল ইসলামের কুরআন তেলওয়াতের মাধ্যমে সুচিত ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল’২১ অধিবেশনে বিদায়ী সভাপতির বক্তব্য রাখেন বিগত সেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আজকের ঘোষিত কেন্দ্রীয় সভাপতি মাওলানা এখলাসুর রহমান রিয়াদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সহসভাপতি ও সিলেট মহানগর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সহসভাপতি মাওলানা চৌধুরী নাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদুল হক উমামার প্রতিনিধি হিসেবে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সহসাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন বিদায়ী অর্থ সম্পাদক মাওলানা আবু খয়ের।